GIF কী এবং কীভাবে বানাবো? | GIF full form in Bengali

Spread the love

আপনি যদি ইন্টারনেট থেকে photo download করে থাকেন বা কারো কাছ থেকে এমন কোনো photo নিয়ে থাকবেন যে photo file এর পাশে .GIF লিখা দেখে থাকবেন। অথবা আপনি অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে জিআইএফ ফটো দেখেছেন বা শেয়ার করেছেন। কিন্তু আপনি জানেন না যে এই GIF কী? GIF এর full form কী (GIF Full Form in Bengali) তবে আমি এই নিবন্ধে আপনাকে বলে দিচ্ছি।

GIF এর পূর্ণরূপ কি? – GIF full form in Bengali

GIF ফুল ফর্ম

Graphics Interchange Format

(গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট)

GIF কি?  – What is GIF in Bengali

GIF full form in Bengali, GIF in Bengali

আপনি ইন্টারনেটে যে সমস্ত ছবি দেখেছেন তার মধ্যে যে সমস্ত ছবি হিলতে থাকে বা দু তিনটে ছবি যখন একটা ছবি তে থাকে এবং নিজে থেকে পরিবর্তন হয়, যে ছবি video এর মত হয় সেই ছবি গুলো কে GIF ছবি বলে।

আপনি Facebook বা Whatsapp এর অনেক এমন Sticker দেখেছেন যেগুলো হিলে বা নড়াচড়া করতে দেখা যায় সেই sticker গুলো কে GIF বলে।

GIF ফটো তে ফটো নড়াচড়া করে এগুলো কে Animation ফটো বলা হয়। এই ছবি গুলো দেখতে খুব ভালো লাগে।

আপনি যখন ক্যামেরা দিয়ে কোনো ছবি তোলেন তখন সেই ছবি স্থির হয়। কিন্তু GIF ছবি স্থির হয় না আর GIF ছবি computer দ্বারা বানানো হয়। GIF ফটোতে একাধিক ফটো থাকে এবং সেই সব ছবি একের পর এক উচ্চ গতিতে দেখানো হয় এবং অ্যানিমেশন মানে চলন্ত ছবি মনে হয়। এই ধরনের ছবির নামের শেষে .gif থাকে। GIF ছবি তে 256টি রঙ এর মিশ্রণ থাকে।

GIF photo সোশ্যাল মিডিয়ায়, internet এ প্রচুর পরিমাণ এ ব্যবহার হয়। GIF ফটো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বা internet এ খুব জনপ্রিয়।

GIF এর ইতিহাস – History of GIF in Bengali

GIF ফটো 1987 সালে CompuServe কোম্পানি launch করেছিল। Launch করার সময় GIF এর নাম ছিল GIF 87a। এর পরে এটিকে দিন দিন update করা হয়েছিল এবং 1989 সালে আপডেট হওয়া ভার্সন GIF89a প্রকাশিত হয়েছিল। এর পরে 30 বছর পরেও GIF89a ভার্সন ব্যবহার করা হয়।

GIF ফটোর ব্যবহার কী কী?

GIF ছবি ইন্টারনেটে প্রচুর ব্যবহার করা হয়। আপনি যদি না জানেন এর ব্যবহার কি তাহলে আমি এখানে বলে দিচ্ছি। আপনি মন দিয়ে পড়ুন।

GIF photo social media তে meme হিসেবে, কই information দিতে ব্যবহার করা হয়। GIF meme সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়।  

মেসেজ করার সময় GIF emoji ব্যবহার করা হয়।

GIF ফটো ব্যবহার করে কোনো information বা কোনো tutorial অ্যানিমেশন আকারে উপস্থাপন করা যায়।

Internet এ advertisement এ GIF photo ব্যবহার করা হয়।

এছাড়াও জিআইএফ ফটো নানা কাজে প্রচুর ব্যবহৃত হয়।

Google থেকে GIF Photo কী ভাবে download করবো?

আপনি যদি GIF photo download করতে চান তো কী ভাবে করবেন বলে দিচ্ছি।

আপনি google search এ গিয়ে যে জিনিসের GIF photo download করতে চান সেটা লিখুন তার পর তার শেষে GIF যুক্ত করে search দিন (যেমন কুকুর এর GIF photo download করতে Dog GIF search করুন)। দেখবেন google এ সেই জিনিসের যত GIF ফটো আছে সব আপনার সামনে চলে আসবে। তারপর আপনার পছন্দ মত gif photo download করে নিন।

WhatsApp এ GIF কী ভাবে বানাবো?

আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনও 9 সেকেন্ডের ভিডিওকে জিআইএফ-এ রূপান্তর করতে পারেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও থেকে জিআইএফ তৈরি করতে না জানেন তবে আমি আপনাকে বলি।

হোয়াটসঅ্যাপে কীভাবে জিআইএফ তৈরি করবেন

প্রথমে whatsapp খুলুন।

এর পর যেকোনো একটি চ্যাট ওপেন করুন।

এর পরে 7 সেকেন্ড বা তার কম সময়ের একটি ভিডিও নির্বাচন করুন।

উপরের দিকে আপনি GIF এর অপশন পাবেন।  সেখানে ক্লিক করুন.  আপনার ভিডিও GIF ভিডিওতে রূপান্তরিত হবে।

একইভাবে আপনি Whatsapp এ GIF করতে পারেন।

ফোনে GIF ছবি কীভাবে বানাবো? – How to Create GIF photo in Bengali

আপনি যদি Mobile থেকে GIF photo বানাতে চান তো কী ভাবে বানাবেন আপনাকে নিচে বলে দিচ্ছি নিচে step গুলো follow করুন।

মোবাইল থেকে GIF ছবি বানাতে

 Step 1 : – Imgflip.com এই ওয়েবসাইটে যান।

Step 2 : – ‘Create‘ বিকল্পে ক্লিক করুন।

Step 3 : – ‘make a GIF‘ বিকল্পে ক্লিক করুন।

Step 4 : – আপনি যদি ভিডিও থেকে GIF তৈরি করতে চান তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করে ভিডিও আপলোড করুন এবং আপনি যদি ফটো থেকে জিআইএফ তৈরি করতে চান তাহলে ‘ image to GIF’ option ক্লিক করুন এবং আপলোড ফটোতে ক্লিক করে একাধিক ফটো আপলোড করুন।

Step 5 : – ‘generate GIF‘ option এ ক্লিক করুন।

Step 6 : – তারপর ‘DOWNLOAD .GIF‘ অপশনে ক্লিক করে GIF ডাউনলোড করুন।

GIF ব্যবহার এর অসুবিধা গুলি কী কী?

GIF এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে।  GIF সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে আপনাকে GIF ব্যবহার এর অসুবিধা গুলো সম্পর্কেও জানতে হবে। তো চলুন আপনাকে GIF এর কিছু অসুবিধা কী কী জানাচ্ছি।

১) GIF Photo কে একবার তৈরি করার পর সেই ছবিটিকে এর Edit করা যাবে না। মানে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে কোনো GIF ছবি edit করতে পারবেন না। জিআইএফ ফটোতে কিছু যোগ করা এবং কিছু সরিয়ে ফেলা জিআইএফ ছবি তৈরি করার সময়ই সম্ভব।

২) আপনি যখন internet থেকে GIF photo open করতে চান তো Internet এর ভালো network প্রয়োজন। খারাপ internet network এ GIF photo open হয়না সহজে।

৩) GIF ছবিতে নির্দিষ্ট 265 টি রং দিয়ে তৈরি হয়। তাই অনেক সময় ছবিতে কালার কম্বিনেশন সঠিক না হলে ছবিতে পিক্সেল দেখা যায়।

এই গুলি হলো GIF photo এর কিছু অসুবিধা। এই অসুবিধা গুলি ছাড়া GIF photo খুব সুবিধা জনক photo।

Read Next
IP address in Bengali
Bluetooth Meaning in Bengali

উপসংহার

আজকের এই post থেকে আপনি জানলেন GIF photo কী এবং এর ব্যবহার কী কী? এ ছাড়াও GIF এর Full Form কী (GIF Full Form in Bengali) সেটাই জানলেন। আশা করছি আজকের এই লেখা টা আপনার খুব ভালো লেগেছে এবং GIF photo সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্য পেয়েছেন। এই post যদি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু দের সঙ্গে অবশ্যই share করুন।

Leave a Comment