IP address কী এবং কিভাবে বের করবো? | IP address in Bengali

Spread the love

আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তবে অবশ্যই আপনি কোথাও না কোথাও IP address শব্দটি শুনেছেন। কিন্তু আপনি কী জানেন কী এই IP Address, Internet এর প্রয়োজনীয়তা কী। যদি না জেনে থাকেন তো আজকের এই লেখা টা পড়ুন। এই লেখার মাধ্যমে আমি আপনাকে বলব IP address এর সমন্ধে। এটা পড়লে আপনি জানবেন IP address কী (What is IP address in Bengali) এবং IP address কিভাবে বের করবো। IP address এর সম্বন্ধে সবকিছু জানার জন্য এই লেখা টা শেষ অব্দি পড়তে থাকুন। চলুন শুরু করি।

IP Address কী?  – What is IP address in Bengali?

IP-address-in-bengali, IP address full form in hindi

IP address হল কোনো device এর একটি ঠিকানা। আইপি অ্যাড্রেস কিছু number দিয়ে তৈরি যা প্রতিটি digital device এর আলাদা আলাদা হয়। এই IP address অনুসারে কোনো device কে চেনা যায় এবং এই ঠিকানার মাধ্যমে কোনো এক device থেকে অন্য device এ data পাঠানো এবং Data গ্রহণ করা সম্ভব হয়।

এই IP address এর জন্য ইন্টারনেটে একটি device থেকে অন্য একটি নির্দিষ্ট device এ Data বা কোনো তথ্য প্রেরণ করা হয়। একটি IP address হলো যে কোনও ডিজিটাল ডিভাইসের একটি পরিচয়। যেমন আপনার একটি নাম এবং পদবী আছে যার সাহায্যে আপনাকে চিনে নেয়া যাই ঠিক তেমন এ IP address এর মাধ্যমে কোনো device কে মানে কোনো computer বা mobile বা tablet বা অন্য কোনো device কে চিনে নেওয়া সম্ভব হয়।

আইপি অ্যাড্রেস এ কয়েক টা সংখ্যা এবং ইংরেজি বর্ণ লেখা থাকে এবং নম্বরটি এবং বর্ণ গুলি ডট (.) বা কোলন (:) এর মাধ্যমে পৃথক করা হয়।  একটি আইপি অ্যাড্রেস দেখতে 129.32.111.40 এই রকম হয়।

IP Address এর পুরো নাম কী? – Full Form Of IP address?

IP address এর পুরো নাম হলো

Internet Protocol Address

(ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস)

আইপি এড্রেস দিয়ে কি করা যায়? – Use of IP address in Bengali

আপনি আইপি অ্যাড্রেস কী জানলেন, আবার আপনাকে বলবো IP অ্যাড্রেস দিয়ে কী করা যায়। জানতে হলে পড়তে থাকুন।

আপনাকে আগেই বলেছি যে আইপি অ্যাড্রেস হলো একটি device এর ঠিকানা বা একটি device এর পরিচয়। এই IP অ্যাড্রেস এর মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সাথে সংযুক্ত করা হয় এবং সম্পর্ক স্থাপন করা হয়। 

যেমন আলাদা আলাদা ব্যক্তির ঠিকানা বা পরিচয় যেমন আলাদা হয় তেমনি আলাদা আলাদা Device এর ক্ষেত্রে আলাদা আলাদা IP address আলাদা আলাদা হয়। এই IP address দিয়ে কোনো digital device এর সম্পর্কে জানা যায় এবং ঐ digital device এর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় খুব সহজে data প্রেরণ করা যায়।

আপনি জানেন যে বিশ্বে সংখ্যাই কত digital device রয়েছে।  এই সমস্ত device এর আলাদা আলাদা পরিচয় না থাকলে সম্ভবত ইন্টারনেট তৈরি করা সম্ভব হতো না আর এক device থেকে অন্য device এ data পাঠানো যেত না। এই IP address এর কারণে নির্দিষ্ট device কে খুঁজে বের করে তার সঙ্গে ভাল ভাবে যোগাযোগ করা সম্ভব হয়। এই জন্য বিশ্বের সমস্ত device এর সঙ্গে সঠিক ভাবে সম্পর্ক গড়ে উঠেছে এবং internet এর সৃষ্টি হয়েছে।

আপনাকে একটা উদাহরণ দিয়ে আরও ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে IP address কাজ করে। ধরুন আপনি যেখানে থাকেন সেখানে অনেক লোক থাকে এবং তাদের আলাদা আলাদা একটা বাড়ি আছে।  এই সমস্ত লোকের আলাদা পরিচয় বা ঠিকানা রয়েছে। তাই এই সমস্ত লোকের নাম এবং ঠিকানা ব্যবহার করে যেকোনো একটি ব্যক্তিকে কোনো চিঠি পাঠানো যেতে পারে। ঠিক তেমনি যদি আপনারও কোনও একটা ঠিকানা থাকবে, আর আমি যদি আপনার ঐ ঠিকানাটি ব্যবহার করে পোস্ট অফিসের মাধ্যমে একটি চিঠি পাঠায় তাহলে ঐ চিঠি টি ঠিক আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। আপনার আশে পাশে অনেক লোক থাকার সত্ত্বেও তাদের কাছে পৌছাবে না। কারণ চিঠিতে আপনার নির্দিষ্ট পরিচয় দিয়েছি।

একই ভাবে, আপনার এলাকার আপনার একটি নির্দিষ্ট ঠিকানা আছে ঠিক একই ভাবে device এর জন্য IP address রয়েছে। এই IP address ধরে ইন্টারনেটের মাধ্যমে data আমার ডিভাইস থেকে আপনার ডিভাইসে বা আপনার ডিভাইস থেকে অন্য ডিভাইসে সঠিকভাবে পাঠানো এবং প্রাপ্ত করা যায়।

আপনি যখন আপনার browser এ bengali.gyaanduniya.in type করে search করবেন তখন browser আপনার request টা ওই browser এর server এ পাঠাবে এবং server তখন ঐ domain এর Name server এ একটি অনুরোধ প্রেরণ করবে। এই name সার্ভারটি এই ওই website এর server এর IP address খুঁজে বের করে IP address টি browser এর server এ পাঠাবে এবং সেই আইপি ঠিকানার মাধ্যমে browser Server ওই নির্দিষ্ট site এর server সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এবং ওই site এর data আপনার কাছে দৃশ্যমান করবে। একইভাবে IP address ইন্টারনেটে ব্যবহার করা হয়।

IP address কয় প্রকার ও কী কী? – Types of IP address in Bengali

 দুটি প্রকারের IP address রয়েছে।

 1) Private IP address

 2) Public IP address

Private IP address কী? – What is Private IP address in Bengali

দুই বা ততোধিক ডিভাইস একে অপরের সাথে ব্যক্তিগত ভাবে সংযোগ করতে Private IP address ব্যবহার করা হয়। Private IP address মানে আপনার বাড়ি বা অফিস বা আপনার স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের কম্পিউটারকে একে অপরের সাথে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। 

ব্যক্তিগত আইপি ঠিকানার মাধ্যমে আপনি কোনও বাইরের কম্পিউটার যুক্ত করতে পারবেন না এবং Internet ব্যবহার করতে পারবেন না।

ব্যক্তিগত আইপি ঠিকানাটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত কম্পিউটারের জন্য ব্যবহৃত হয়। এটি মডেম বা রাউটার দ্বারা সেট করা যায়।

Public IP address কী? – What is Public IP address in Bengali

Public IP address এর মাধ্যমে আপনি কোনও বাইরের device বা computer এর সঙ্গে সংযোগ করতে পারেন। আপনি যখন ইন্টারনেট চালান এবং আপনি কোনও ওয়েবসাইট পরিদর্শন করেন তখন আপনার Public IP address ব্যবহার করা হয়।

Public IP address দিয়ে বাইরের কোনো computer বা digital device এর সঙ্গে সম্পর্ক করা যায় আপনার private কোনো computer এর সঙ্গে সম্পর্ক করা যাই না। 

আপনার Public IP address কী সেটা বাইরের লোক দেখতে পাবে কিন্তু আপনার Private IP address অন্য কেউ দেখতে পাবে না।

 IP address version কী?

IP address প্রথমবার বানানোর পর IP address কে আরো useful বানানোর জন্য IP address কে update করা হয়। IP address কে update করার পর সেই IP address এর একটা version তৈরি হয়। এই version এর আলাদা আলাদা নাম ও দেওয়া হয়।

যেমন আপনার মোবাইলের সফ্টওয়্যার আপডেট করার পর আপনার mobile এর সফওয়্যার এর version এর নাম পরিবর্তিত হয় যেমন Android 9, Android 10, Android 11 ঠিক একই ভাবে IP address এর version নাম দেওয়া হয়।

IP address এর অনেক গুলি version এর মধ্যে বর্তমানে IP address এর দুটি version ব্যবহার করা হয়ে।

১) IPv4

২) IPv6

IPv4 এর অর্থ কী? – IPv4 Meaning in Bengali?

IPv4 এর অর্থ হল IP address এর চার নম্বর Version। IPv4 এর পুরো নাম হলো Internet Protocol Version Four।

আইপি ঠিকানা তৈরির পরে, এই IP address টি হলো চার নম্বর সংস্করণ। এই IP address টির চার number update এর জন্য এর নাম IPv4 রাখা হয়েছে। বর্তমান সময়ে আপনি অনেক ডিভাইসে এই IP address এর ব্যবহার দেখতে পাবেন।

এই version IP address এর length 32 Bit। এই IP address 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা দিয়ে তৈরি হয়ে থাকে। এই version এর IP address DOT দ্বারা চারটি octet এ বিভক্ত। এই version আইপি ঠিকানার উদাহরণ 140.120.101.50

IPv6 এর অর্থ কী?  – IPv6 meaning in Bengali?

IPv6 এর পুরো নাম Internet Protocol Version six। IPv6 এর অর্থ হলো এই IP address টি হলো ষষ্ঠ তম সমঙ্করন (Update)।

এই IPv6 IP address টি IPv4 এর চেয়ে উন্নত। এই version IP এর length 128 bit। আইপিভি 6 আইপি 8 Octet এ বিভক্ত। এই জাতীয় IP address এ সংখ্যার সাথে ইংরেজি বর্ণ ও ব্যবহৃত হয়। এই version IP address দেখতে এই রকম হয় 2001: 0db8: 85a3: 0010: 0a00: 8b2e: 0370: 7b34।

IPv4 IP address থেকে 4 billion অবধি IP Address তৈরি করা যেতে পারে এবং এই সংখ্যাটি ডিভাইসের সংখ্যার চেয়ে কম তাই IPv6 সংস্করণ চালু হয়েছে।  IPv6 থেকে 340 Trillion অবধি নতুন IP address তৈরি করা যায় যা উপস্থিত device এর তুলনায় সংখ্যাই অনেক বেশি।

IP address কিভাবে বের করবো ?

যদি আপনি জানতে চান যে আপনার IP address কিভাবে বের করবেন ত পড়তে থাকুন।

আপনাকে আগেই বলেছি যে IP address দুই ধরনের হয় একটি হলো public ip আর private ip। এ ক্ষেত্রে কোনো device এর এই দুই ধরনের IP address রয়েছে বের করার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। এর মধ্যে যদি আপনি আপনার device এর এই দুটি ip address কী কী তা জানতে চান তবে এই পদ্ধতি গুলি follow করে বের করতে পারবেন। তো চলুন দেখে নিই সেই পদ্ধতি গুলি কী কী : –

Public IP বের করার পদ্ধতি।

Step 1 : –

আপনি যে mobile এর Public IP address জানতে চান সেই mobile এ Internet connection on করুন।

Step 2: –

ওই device এ google এ গিয়ে search করুন ‘what is my ip‘। 

Step 3 : –

এটা search করতেই google আপনার public ip কি সেটা বলে দেবে। এভাবে আপনি আপনার পাবলিক ip বের করতে পারবেন।

Private IP বের করার পদ্ধতি।

কোনো ডিভাইসের private ip address জানা এত সহজ নয়। কারণ ব্যক্তিগত আইপি ঠিকানা কোনও public এর দ্বারা দেখার জন্য তৈরি করা হয়নি। আপনার device যখন wifi বা কোনো router সাথে সংযোগ করে তখন আপনার রাউটার বা wifi এর মাধ্যমে private ip address পান।

আপনার কম্পিউটার এবং ল্যাপটপের private IP address বের করার পদ্ধতি হলো: –

Step 1 : –

আপনার computer এর command prompt খুলুন।

Step 2 : –

সেখানে ‘ipconfig’ টাইপ করুন এবং তারপরে ‘enter’ টিপুন।

আপনি সেখানে আপনার private IP address দেখতে পাবেন।

একইভাবে আপনি আপনার ডিভাইসের ip address বের করতে পারবেন।

Read Next
GIF full form in Bengali
Bluetooth Meaning in Bengali

উপসংহার

এই article থেকে আপনি IP address সম্বন্ধে জানতে পারলেন। আপনি এখানে জানলেন IP address কী? (What is IP address in Bengali) আর IP address কিভাবে বের করবো। এই article এ আমি আপনাকে IP address সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি যে এই নিবন্ধটি আপনার পছন্দ হয়েছে আর এখন থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন। তাই অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে share করুন তাদের কেউ ip address সম্বন্ধে জানার সুযোগ করে দিন।

Leave a Comment