আপনি যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে টাকা লেনদেন করেছেন তবে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার কোড এসেছে। আপনি হয়তো জানেন এই কোডটা কে OTP বলা হয়। কিন্তু আপনি কি জানেন ওটিপি কোড কেন পাঠানো হয়, OTP কি এবং এটা কি কাজে লাগে। যদি না জেনে থাকেন তবে এই Post টা পড়ে আপনি OTP ব্যাপারে সমস্ত তথ্য জেনে নিন। আজকে এই পোস্ট থেকে আপনাকে জানাবো ওটিপি কি ওটিপি (OTP meaning in bengali), OTP এর পূর্ণরূপ কি। OTP এর ব্যাপারে সমস্ত তথ্য জানতে হলে এই লেখাটা সম্পূর্ণ পড়ুন
OTP এর পূর্ণরূপ কি? – OTP Full Form in Bengali
ওটিপি ফুল ফর্ম হলো
One Time Password
OTP মানে কি? – OTP Meaning in Bengali
ওটিপি ফুল ফর্ম One Time Password এর মানে হলো একবার ব্যবহার করার জন্য পাসওয়ার্ড। অর্থাৎ একটা ওটিপি নির্দিষ্ট টাইম এর মধ্যে একবার ব্যবহার করা যায়।
OTP কোড কী? – What is OTP in Bengali?
OTP হল একটা code। যেটা আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বা আপনার email address এ পাঠানো হয়।
আপনি যখন কোথাও ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন অথবা আপনার ফেসবুক একাউন্ট বা আপনার ইনস্টাগ্রাম একাউন্ট এর পাসওয়ার্ড চেঞ্জ করেন তখন আপনাকে OTP দিতে বলা হয়। সেই ওটিপি কোড আপনার মোবাইল নাম্বার বা আপনার email address এ message করে পাঠানো হয়। এই ওটিপি কোডের সাহায্যে কোন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের বা ফেসবুক একাউন্টের আসল মালিক কে verify করা হয়।
একটা ওটিপি কোড চার থেকে ছয় অঙ্কের মধ্যে হয়ে থাকে। ওটিপি কোড এর validity 5 থেকে 10 মিনিট সময় মত হয়। মোবাইলে আসা ওটিপি 5 থেকে 10 মিনিটের মধ্যে ব্যবহার না করলে ঐ ওটিপি আর কোন কাজে লাগে না এবং তখন আপনাকে একটা নতুন ওটিপি তৈরি করতে হবে। একটা ওটিপি একবার মাত্র ব্যবহার করা যায়।
ওটিপি কোড হল আপনার একাউন্টের একটা অস্থায়ী পাসওয়ার্ড যেটা আপনাকে অপরিচিত লোকের কাছ থেকে আপনার একাউন্টে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
যদি কোন ব্যক্তি আপনার একাউন্টের স্থায়ী পাসওয়ার্ড জেনে যায়, তারপর আপনার একাউন্টটা খোলার চেষ্টা করে তিনি তবুও ওই একাউন্ট খুলতে পারবেন না যদি তার কাছে আপনার মোবাইল নাম্বার বা আপনার ইমেল আইডি না থাকে। কারণ তিনি আপনার আপনার অ্যাকাউন্টের অস্থায়ী পাসওয়ার্ড মানে আপনার ওটিপি পাবে না তাই ওই অ্যাকাউন্ট খুলতে পারবে না।
এই জন্য কোন অচেনা ব্যক্তি আপনার OTP চাইলে তাকে সে ওটিপি দেওয়া একদম উচিত নয়।
OTP এর কাজ কি?
আপনি OTP কি এবং ওটিপি মানে কি জেনে গেছেন। এখন আপনাকে বলব ওটিপি এর কাজ কি।
ইন্টারনেট জগতে দুটি কারণে সবথেকে বেশি OTP এর ব্যবহার করা হয়। একটা হল সুরক্ষার জন্য এবং অন্যটি হলো Real User খুঁজে নেওয়ার জন্য।
সুরক্ষার জন্য : –
ইন্টারনেটে ওটিপি কোড এর সাহায্যে ব্যবহার কারির একাউন্টকে এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কে সুরক্ষিত রাখা হয়। যাতে কোনো অচেনা ব্যক্তি সেই অ্যাকাউন্ট খুলতে না পারে বা কোন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে টাকা তুলতে না পারে। কারণ ওটিপি ঐ অ্যাকাউন্টের বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের সঙ্গে জড়িত মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেসে পাঠানো হয় যেটা ওই অ্যাকাউন্টের মালিকের কাছে থাকা সম্ভব। তাই ওটিপি অন্য কেউ পাবে না এবং অন্য কেউ অন্য অ্যাকাউন্ট খুলতে পারবে না বা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড থেকে টাকাও তুলতে পারবেন। এভাবে ওটিপি দিয়ে একাউন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কে সুরক্ষিত রাখা যায়।
Real User খুঁজে নেয়ার জন্য : –
ইন্টারনেটে এমন অনেক ইউজার আছে যারা অন্য কারোর অচেনা লোকের মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস দিয়ে যে কোন ওয়েবসাইটে একাউন্ট বানানোর চেষ্টা করে। এতে আসল মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস এর মালিকের অনেক ক্ষতি হয়ে যায়। এই থেকে বাঁচার জন্য মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস verify করার জন্য ওটিপি কোড পাঠানো হয়।
ওটিপি কোড মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেসে পাঠানো হয় তাই যদি কোন ব্যাক্তি অন্য কারোর মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুলতে চাই তো সে একাউন্ট খুলতে পারবে না কারণ তার কাছে সেই মোবাইল নাম্বার নেই এবং সেই মোবাইল নাম্বারে আসা ওটিপি ও পাবেন না। এতে কোনো নকল ব্যবহারকারী যুক্ত হতে পারবে না। এইভাবে ইন্টারনেটে প্রকৃত ব্যবহারকারীদের খুঁজে নেওয়া যায়।
ওটিপি কোন কোন মাধ্যমে আসে?
ওটিপি আপনার মোবাইলে তিন ধরনের মাধ্যম দিয়ে আসে।
১) SMS এর মাধ্যমে ২) Call এর মাধ্যমে ৩) Email এর মাধ্যমে।
১) SMS এর মাধ্যমে : – আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ওটিপি আসে।
২) Call এর মাধ্যমে : – আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারে কল করে ওটিপি বলা হয়।
৩) Email এর মাধ্যমে : – আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল এড্রেসে ইমেইল মেসেজের মাধ্যমে আপনাকে ওটিপি বলে দেওয়া হয়। ওটিপি আপনার ইমেইল বক্সে গিয়ে আপনাকে দেখতে হবে এর জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন হওয়া জরুরী।
আমার ফোনের ওটিপি কি? – What is My OTP in Bengali
আপনার মোবাইলে OTP company দ্বারা প্রেরণ করা হয়। আর আপনি আগেই জেনেছেন যে ওটিপি আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে, কলের মাধ্যমে এবং ইমেইল আইডির মাধ্যমে আপনার মোবাইলে আসে।
যদি আপনি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করার সময় আপনার OTP জানতে চান তো আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সঙ্গে রাখুন সেই মোবাইল নাম্বারে আপনার OTP আসবে।
আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করার সময় ওটিপি জানতে চান তো ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সঙ্গে রাখুন অথবা সে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল এড্রেসও আপনি ওটিপি পেতে পারেন। এর জন্য ওই ইমেইল একাউন্টে login করে ইমেইল বক্স টা একবার চেক করে নিতে পারেন।
আমার মোবাইলে OTP আসেনা কেনো?
ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে পেমেন্ট করার সময় অথবা কোন ওয়েবসাইডে একাউন্ট বানানোর সময় আপনার নাম্বারে ওটিপি ওটিপি না আসে এর জন্য বেশ কিছু কারণ থাকতে পারে।
সেই কারণগুলি হল আপনার হয়তো রিচার্জ শেষ হয়ে গেছে তার জন্য আপনার এসএমএস সার্ভিস বন্ধ হয়ে গেছে তার জন্য আপনি একবার রিচার্জ এর vality টা চেক করে দেখতে পারেন।
আবার হয়তো আপনি যে ওয়েবসাইটে account বানাচ্ছেন সেই ওয়েবসাইটের সার্ভারে কোন প্রবলেম থাকলে আপনার মোবাইলে ওটিপি আসতে দেরি হতে পারে বা নাও আসতে পারে। এই জন্য ওই ওয়েবসাইটে account বানানোর জন্য আপনি পরে চেষ্টা করতে পারেন।
আবার আপনার মোবাইলে নেটওয়ার্কের সমস্যার জন্য আপনার মোবাইলে ওটিপি আশায় সমস্যা দেখা দিতে পারে। এজন্য আপনার মোবাইলের নেটওয়ার্ক টা একবার চেক করে নিন।
| Also Read – |
|---|
| OTT platform এর পূর্ণরূপ কি? |
| PDF এর পূর্নরূপ কি |
| IP address কী এবং কিভাবে বের করবো? |
| ব্লুটুথ কী এবং কিভাবে কাজ করে? |
উপসংহার
আজকের লেখা থেকে আপনি জানলেন OTP কি, OTP এর পূর্ণরূপ কি, OTP মানে কি (OTP meaning in hindi) OTP কি কাজে লাগে ইত্যাদি। আশা করছি এই লেখাটা পড়ে আপনার খুব ভালো লেগেছে এবং আপনার মনে থাকা প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এর বাইরে ও ওটিপি সম্বন্ধে আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে তো আপনি অবশ্যই কমেন্ট বক্সে সে প্রশ্ন করুন। এই লেখাটিই যদি আপনার সত্যি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না।