OTT platform কী? | OTT platform meaning in Bengali?

Spread the love

আপনার যদি মোবাইল থাকে এবং আপনি ইন্টারনেট ব্যবহার করেন তবে অবশ্যই আপনি ওটিটি প্ল্যাটফর্মের নাম শুনেছেন। হয়তো  আপনি ওটিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তবে আপনি জানেন না যে এই app গুলোকে OTT platform বলা হয়। তার জন্য এই নিবন্ধটি পড়ুন।  এই নিবন্ধে আমি আপনাকে বলব OTT platform কী? OTT platform এর অর্থ কী? ( OTT platform meaning in bengali)। তো চলুন আজকের প্রবন্ধ শুরু করি।

OTT Platform কী – What is OTT Platform In Bengali?

OTT-meaning-in-bengali, OTT plat form in Bengali
OTT platform meaning in bengal

ইন্টারনেটে যে সমস্ত প্ল্যাটফর্ম ভিডিও বা অন্যান্য মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধ করে তোলে, সেই সমস্ত প্ল্যাটফর্মকে ওটিটি প্ল্যাটফর্ম বলে।  আপনার ফোনে যে app গুলো দিয়ে আপনি Online Video দেখেন  সেই app গুলো কে OTT Platform বলা হয়। OTT platform এর উদাহরণ হলো Youtube, Amazon Prime Video, hoichoi, Hotstar, netflix প্রভিতি।

 OTT Platform কে Video On demand Platform ও বলা হয়। কারণ এই সব Platform এ আপনি আপনার পছন্দ মত যে কোনো Video যে কোনও সময় যে কোনো স্থানে এবং যতবার চান ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারেন।

OTT Platform থেকে আপনি Movie, Web Series, Short film, TV-সিরিয়াল ইত্যাদি ভিডিও দেখতে পারেন।  বর্তমানে, লোকেরা টিভির চেয়ে OTT Platform এ সিনেমা বা ওয়েব সিরিজ গুলো দেখতে পছন্দ করে।  OTT Platform থেকে high quality video দেখতে পাওয়া যায়  যা মানুষকে আরও বেশি আকর্ষণ করে।

OTT Platform এর পুরো নাম কী?

 OTT Platform এর সম্পূর্ণ নাম হলো Over The Top Platform

OTT Platform এর অর্থ কী?  – OTT Platform meaning in Bengali

OTT Platform এর  পুরো নাম হল Over The Top Platform’ যার অর্থ ‘সর্বোপরি প্রচারের মাধ্যম‘।

 OTT Platform এর নাম OTT দেওয়া হয়েছে কারণ OTT Platform এর পরিষেবা ইন্টারনেট এ সাবার শীর্ষে রয়েছে। এই প্ল্যাটফর্ম গুলি আপনাকে ইন্টারনেট থেকে সরাসরি video দেখাই। OTT Platform থেকে কোনো video দেখার জন্য কোনও Video ডাউনলোড করার দরকার নেই, আপনি এই OTT Platform গুলি থেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে যেকোনো Video দেখতে পারেন। অবশ্যই এই platform গুলিতে Video download করে video দেখার Option থাকে। এই জন্য এই platform বা app গুলি কে OTT Platform বলা হয়।

OTT Platform কয় প্রকারের হয়?  – Type Of OTT Platform in Bengali?

 OTT Platform তিন প্রকারের। OTT Platform এর প্রকার গুলি হলো :-

1) Subscription Video On Demand (SVOD) : –

এই ধরণের OTT Platform গুলি তে Video দেখার জন্য আপনাকে প্রতি মাস বা বছরের হিসাবে টাকা দিয়ে Subscribe করতে হবে। আপনি যদি এক মাস বা এক বছরের জন্য subscribe করেন তাহলে আপনি সারা মাস বা সারা বছর video দেখতে পাবেন।

এই প্রকারের OTT Platform এর উদাহরণ হলো Netflix, Hoichoi, Addatime, Amazon prime Video ইত্যাদি।

2) Advertising Video On Demand (AVOD) : –

এই ধরণের OTT Platform এ আপনি ফ্রি ভিডিও দেখতে পাবেন। এই দারণের Platform গুলি সম্পূর্ণ Free তে video দেখাই। কিন্তু এই ধরনের platform গুলিতে video দেখার সময় আপনাকে Advertisement ও দেখতে হবে।

এই ধরনের OTT Platform গুলি হলো MX Player, Jagobd ইত্যাদি।

3) Transactional Video On Demand (TVOD) : –

 এই ধরনের OTT Platform এ আপনাকে view পিছু চার্জ দিতে হবে।

এরকম ধরনের OTT Platform হল Apple itune।

TOP 5 OTT Platform এর নাম।

আপনি অবশ্যই ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে গেছেন। এখন আসুন আপনাকে কিছু OTT app এর নাম এবং Subscription Fee সম্বন্ধে জানিয়ে দিই। যাতে আপনি যদি এই app গুলো ব্যবহার করে video দেখতে পারেন। তো চলুন দেখে নিই কি সেই App গুলি।

#1) Hoichoi : –

Hoichoi হলো ভারতের বাংলা OTT platform। Hoichoi OTT platform এর মালিক হলো SVF Entertainment Pvt. Ltd.। Hoichoi app launch হয়েছিল ২০১৭ সালে। এই platform এ আপনি বাংলা সিনেমা, Hoichoi Original show এবং নানান video দেখতে পাবেন।

Hoichoi subscription fee : – 

Hoichoi এর subscription fees হলো

INR 599/BDT 500 প্রতি মাসে। 

INR 899/BDT 700 প্রতি বছর।

#2) Bongo : – 

Bongo হলো বাংলাদেশের প্রথম OTT Platform। এই OTT Platform টি বানিয়েছে আসাদ মোহাম্মদ ভাই এবং নাভিদুল হক। এই platform এ আপনি বাংলা নাটক, টেলিফিল্ম, short film, বাচ্চাদের জন্য video, video গান দেখতে পাবেন। এছাড়া অনেক Live Tv channel ও দেখতে পাবেন।

Bongo Subscription Fee : – 

Bongo app এর subscription fee হচ্ছে 

BDT ২৬.৫৬ প্রতি সপ্তাহে।

BDT ৬৬.৬২ প্রতি মাসে।

BDT ৪০০ প্রতি বছর।

#3) MX player: –

MX Player ভারতের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি MX Player original Web-series এবং সিনেমা দেখতে পাবেন। তা ছাড়াও অন্যান্য OTT platform যেমন Hoichoi এর video Free তে দেখতে পাওয়া যায় এখানে। এই প্ল্যাটফর্ম টি আপনাকে বিনা পয়সাই Video সরবরাহ করে। এই প্ল্যাটফর্মে ভিডিওগুলি দেখতে, আপনাকে একক পয়সার ও সাবস্ক্রিপশন ফি দিতে হয় না। কিন্তু এই প্ল্যাটফর্মের Video তে বিজ্ঞাপন দেখতে পাবেন।

#5) Disney+ Hotstar : –

Disney+ Hotstar ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি ওটিটি প্ল্যাটফর্ম। Hotstar এর বর্তমানে ভারত থেকে 400 মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এই ওটিটি প্ল্যাটফর্মে, আপনি বিভিন্ন প্রকারের এবং স্টার channel এর সিরিয়াল দেখতে পাবেন। তা ছাড়া  সিনেমা, TV Show, খেলা, বাচ্চাদের ভিডিও, সংবাদ এবং আরও অনেক কিছু দেখতে পাবেন।

Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন মূল্য: –

 আপনি Disney+ Hotstar বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তবে আপনি নিখরচায় খুব বেশি ধরনের ভিডিও দেখতে পাবেন না।  আরও নানা ধরনের ভিডিও দেখার জন্য আপনাকে Disney+ Hotstar সাবস্ক্রাইব করতে হবে।

হটস্টারে আপনি দুটি ধরণের প্ল্যান, VIP plan এবং Premium plan দেখতে পাবেন।

Disney+ Hotstar VIP Plan = ₹399 / বছর

Disney+ Hotstar Premium Plan = ₹299 / মাস, ₹1,499 / বছর

#5) Netflix: –

 আমেরিকার ওটিটি প্ল্যাটফর্ম হলো Netflix। কিন্তু Netflix ভারতে এবং বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নেটফ্লিক্সে, আপনি প্রচুর সিনেমা, Webseries দেখতে পাবেন। এই প্ল্যাটফর্মে, আপনি Secret Game এর মতো জনপ্রিয় webseries দেখতে পাবেন।

Netflix Subscription Cost in Bangladesh: –

Basic – $7.99, 

Standard – $9.99,

Premium – $11.99

Netflix Subscription cost in India : –

1) Mobile – 1 Screen / SD content – ₹ 199 / মাস

 2) বেসিক – 1 Screen / SD content – ₹ 499

 3) স্ট্যান্ডার্ড – 2 Screen / FHD content – ₹649

 4) প্রিমিয়াম – 4 Screen / UHD content – ₹799

ওটিটি প্ল্যাটফর্ম এর সুবিধা কী?  – Benefit of OTT Platform in Bengali?

 এবার আপনাকে বলছি ওটিটি প্ল্যাটফর্ম এর সুবিধা গুলি কী কী।

১) OTT platform এ পয়সা দিয়ে subscribe করে video দেখলে আপনি বিজ্ঞাপন free video দেখতে পাবেন।

 ২) ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যেকোন সময় যেকোন টিভি শো বা সিনেমা দেখতে পারবেন।

 ৩) ওটিটি প্ল্যাটফর্মে আপনি high quality video দেখতে পাবেন।

 ৪) ওটিটি প্ল্যাটফর্মে আপনি যেকোন ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন এবং যেখানে ইন্টারনেটের সুবিধা নেই সেখানে আপনি ঐ ভিডিও দেখতে পারবেন।

 ৫) আপনি মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ বা smart TV তে OTT Platform এর  ভিডিও দেখতে পাবেন।

 ওটিটি প্ল্যাটফর্মের অসুবিধা কী?

 ওটিটি প্ল্যাটফর্মের কিছু অসুবিধাও আছে সেই অসুবিধা গুলি হ’ল: –

১) OTT Platform এর subscription fee খুব বেশি হয়।

 ২) আলাদা আলাদা OTT platform এ আলাদা আলাদা করে subscribe করতে প্রচুর টাকার ব্যায় হয়।

 ৩) OTT Platform এ ভিডিও দেখার জন্য ভালো ইন্টারনেট এর প্রয়োজন যা সর্বত্র পাওয়া যায় না, এতে ভিডিও দেখার সময় সমস্যা হয়।

 ৪) OTT Platform এ video দেখার জন্য ইন্টারনেটে ব্যয় করতে হবে।  সুতরাং ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে এটি প্রচুর অর্থ ব্যয় করতে হয় যা সবার সম্ভব হয়ে ওঠে না।

Read Next
GIF full form in Bengali
Bluetooth Meaning in Bengali
IP address meaning in hindi

উপসংহার

আজকের নিবন্ধে আমি আমাকে জানালাম OTT Platform কী এবং OTT Platform meaning in bengali। আমি আশা করি এই নিবন্ধটি পড়ার পরে, আমি ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে প্রচুর তথ্য পেয়েছেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের যে কোনও বিষয়ে সম্পূর্ণ এবং সঠিক তথ্য দিতে। আমার প্রচেষ্টা কতটা সফল হয়েছে তা অবশ্যই মন্তব্য করে বলুন। যদি আপনার এই article টি ভালো লাগে তো আপনার বন্ধুদের সাথে এই নিবন্ধটি share করুন। অন্য বিষয়ে জানার জন্য এই website visit করতে থাকুন।

Leave a Comment