PDF এর পূর্ণ রূপ কী এবং PDF কী ভাবে বানাবো? | What is PDF in Bengali

Spread the love

আপনি ইন্টারনেটের জগতে এই তিনটি letter নিশ্চয় শুনেছেন। আপনার বন্ধু বা কাউকে নিশ্চয়ই পিডিএফ সম্পর্কে বলতে শুনেছেন যে ‘পিডিএফ ডাউনলোড করুন, আমাকে PDF পাঠান’ এ জাতীয় জিনিস।  তবে আপনি কি জানেন এই PDF এর পূর্ণ রূপ কী?  আর পিডিএফ কী? (PDF in bengali) যদি না জানেন তো এই article টা পড়ুন। আর আপনার যদি প্রশ্ন হয় PDF কী ভাবে বানাবো? তাও এই article থেকে জানতে পারবেন। এই নিবন্ধে আমি আপনাকে পিডিএফ সম্পর্কে বলব আর বলবো PDF কিভাবে তৈরি করে? এই নিবন্ধ থেকে, আপনি পিডিএফ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাচ্ছেন। সুতরাং আসুন আজকের বিষয় শুরু করা যাক।

PDF এর পূর্ণ রূপ কী?  – PDF Full Form in Bengali।

পিডিএফ এর ফুল ফর্ম হলো

Portable Document Format

 (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট)

পিডিএফ মানে কী? – PDF Meaning in Bengali

পিডিএফ ফুল ফার্ম Portable Document Format। এখানে Portable মানে সহজে বহন করা যায়, Document মানে নথিপত্র, Format মানে বিন্যাস।

Portable Document Format মানে হলো সহজে বহন করে নিয়ে যাওয়ার নথিপত্রের বিন্যাস। মানে PDF হলো এক ধরনের electric file যেটার মধ্যে document এর ফটো বা scan copy সহজে রেখে mobile বা laptop বা computer এর মাধ্যমে সহজে বহন করে নিয়ে যাওয়া যাই।

পিডিএফ কী?  – What Is PDF in Bengali?

PDF এর পূর্ণ রূপ কী এবং PDF কী ভাবে বানাবো? | What is PDF in Bengali

পিডিএফ এক ধরনের বৈদ্যুতিক ফাইল।  যার ভিতরে ফটো, text বা link আকারে রাখা যেতে পারে। পিডিএফ ফাইলের সাহায্যে আপনি আপনার যে কোনও document আপনার ডিজিটাল ডিভাইসে সঞ্চয় করতে পারবেন এবং সেই document মোবাইল বা কম্পিউটারের সাহায্যে PDF reader application দিয়ে যে কোনও জায়গায় PDF পড়াতে পারেন।

আপনার device এর ফাইল ম্যানেজারে যে সব file এর শেষে .pdf আছে সেই সমস্ত ফাইলকে পিডিএফ ফাইল বলা হয়।

আপনি যদি কোথাও বাইরে যাচ্ছেন যেখানে প্রচুর নথির প্রয়োজন হয়, তবে অনেকগুলি নথির ফাইল বহন করার পরিবর্তে আপনি এই সমস্ত নথি স্ক্যান করে পিডিএফ তৈরি করতে পারেন এবং সেগুলি আপনার মোবাইল বা ল্যাপটপে নিয়ে যেতে পারেন।  প্রয়োজনে আপনি ওই নথি টি print out করতে পারেন।

PDF file এ password লাগিয়ে PDF ফাইল কে সুরক্ষিত করা যাই। আপনার PDF file এ যদি গুরুত্বপূর্ণ document থাকে তাহলে আপনি ওই PDF এ password লাগাতে পারেন এতে আপনার document secure থাকবে।

পিডিএফ 1990 সালে প্রথম adobe system দ্বারা তৈরি করা হয়েছিল। 1990 থেকে 2008 সাল অবধি PDF ফাইল এর মালিক অ্যাডোব ছিল।  ২০০৮-এর পরে, পিডিএফ ফাইলটি সর্বজনীন হয়ে যায়, এর অর্থ এটি রয়্যালটি ফ্রি হয়ে যায়, তার পর থেকে PDF এর কোনও মালিক নেই। PDF যে কাও ব্যাবহার করতে পারে।

PDF কিভাবে বানাবো? – How to Create PDF in Bengali?

আপনি পিডিএফ সম্পর্কে জানলেন। এখন আপনি যদি পিডিএফ বানাতে চান, তবে আপনার প্রশ্ন পিডিএফ কিভাবে বানাবো এর উত্তর এখানে দিয়ে দিচ্ছি।

আপনি সহজেই কম্পিউটার এবং মোবাইল দিয়ে পিডিএফ তৈরি করতে পারেন। এই দুটি ডিভাইস এ কীভাবে পিডিএফ বানাবেন তা আপনাকে শিখিয়ে দিচ্ছি।

কম্পিউটারে পিডিএফ ফাইল কিভাবে বানাবো?

কম্পিউটার পিডিএফ তৈরি করতে আপনার কোনও ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই।  কম্পিউটারে আপনি MS Word এর মাধ্যমে সহজেই এটি পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। নিচের দেওয়া step follow করুন।

Step 1 : – আপনি আপনার কম্পিউটারে MS Word খুলুন এবং যে নথি বা text এর পিডিএফ তৈরি করতে চান সেই text type করুন বা সেই নথির ফটো upload করুন।

Step 2 : – তারপরে Save As Option Select করুন, Save As Type Option এ PDF সিলেক্ট করুন এবং সেভ করুন।  আপনার পিডিএফ তৈরি হয়ে যাবে।

এই ভাবে computer থেকে আপনি PDF বানাতে পারবেন।

মোবাইলে PDF কিভাবে বানাবো?

আপনার কাছে মোবাইল আছে আর আপনি মোবাইল দিয়ে পিডিএফ বানাতে চান কিভাবে mobile দিয়ে pdf বানাবেন সেই পদ্ধতি টা এখানে আপনে শিখিয়ে দিচ্ছি।

মোবাইল থেকে পিডিএফ ফাইল তৈরির বিভিন্ন উপায় রয়েছে। আপনি website এ গিয়ে এটি তৈরি করতে পারেন বা আপনি Play Store থেকে App download করে করে পিডিএফ তৈরি করতে পারেন। প্রথমে মোবাইল এ website এর মাধ্যমে কিভাবে পিডিএফ বানাবেন ওটা আগে বলছি তার পর app দিয়ে কি ভাবে বানাবেন ওটা বলবো।

Mobile এ website থেকে পিডিএফ তৈরি করার পদ্ধতি : – 

Internet এ পিডিএফ বানানোর জন্য সবথেকে popular website হলো ilovepdf.com। আপনি যদি চান তো এই website থেকে computer এর মাধ্যমে PDF তৈরি করতে পারেন। নিচে ধাপে ধাপে পদ্ধতি বলা হলো।

১ম ধাপ :- 

আপনার মোবাইল এ google এ type করুন ilovepdf.com এবং search করুন। এই website টা খুলে যাবে।

২য় ধাপ :-

তারপর আপনি যদি ফটো থেকে পিডিএফ করতে চান তবে ‘JPG to PDF’ Option এ ক্লিক করুন।

৩য় ধাপ :-

তারপর একটা নতুন page খুলে যাবে। সেখানে আপনি ‘Select JPG Image’ Option দেখতে পাবেন। ওই option এ click করুন এবং আপনি যে সমস্ত ফটো দিয়ে PDF তৈরি করতে চান ওই photo গুলো  নির্বাচন করুন এবং টিক ক্লিক করুন। এতে সব ফটো ওই Website এ চলে আসবে।

৪র্থ ধাপ : –

আপনি ওই website এ কি কি ফটো select করেছেন সে গুলোব দেখতে পাবেন। পাশে কিছু option দেখতে পাবেন ওই option গুলো দিয়ে আপনি pdf এর setting করতে পারবেন এবং নতুন ফটো যুক্ত করতে পারবেন।

৫ম ধাপ : –

PDF ফটো এর সমস্ত setting করার পর নিচে ‘Convert To PDF’ Option এ ক্লিক করুন। আপনার PDF তৈরি হয়ে যাবে। 

৬ষ্ঠ ধাপ : – 

PDF তৈরি হয়ে যাওয়ার পর Download PDF option click করে পিডিএফ টা download করেনিন। তার আপনি ওই PDF টা যেখানে খুশি share করতে পারবেন।

একইভাবে আপনি ওয়েবসাইটের সাহায্যে পিডিএফ তৈরি করতে পারেন।

Mobile app দিয়ে PDF তৈরির পদ্ধতি : –

আপনি যদি ফটোর সঙ্গে Text type করে PDF তৈরি করতে চান তবে আপনাকে একটি app install করতে হবে ওই app তার নাম হলো Google Docs। এই অ্যাপটি play store থেকে আপনি install করতে পারেন। 

এই app থেকে আপনি কিভাবে photo এবং text দিয়ে একটা পিডিএফ বানাবেন ওটার পদ্ধতি ধাপে ধাপে বলে দিচ্ছি।

১ম ধাপ :-

প্রথমে play store থেকে আপনার মোবাইল এ Google Docs app টি install করুন। তারপর ওই app টি খুলুন।

২য় ধাপ :-

App টি খোলার পর নিচে প্লাস চিহ্নে দু বার ক্লিক করুন। তার পর type করে এবং photo add করে একটা document বানান।

Google docs এ photo add করার জন্য উপর এ প্লাস চিহ্নে click করুন এবং image অপশন সিলেক্ট করুন এবং আপনার পছন্দমত ফটোগুলি আপলোড করুন।

৩য় ধাপ :-

টেক্সট এবং ফটো দিয়ে ডকুমেন্ট বানানোর পর উপরে 3 dot এ ক্লিক করুন। তারপর ‘share and export’ option এ click করুন।

৪র্থ ধাপ : –

Save as অপশনে ক্লিক করুন তারপর PDF সিলেক্ট করুন এবং OK তে ক্লিক করুন।

আপনার পিডিএফ তৈরি হয়ে যাবে এবার আপনি এই পিডিএফটা ডাউনলোড করতে পারেন এবং এটা যেখানে খুশি শেয়ার করতে পারেন।

 এছাড়াও আপনি যদি শুধু ফটো থেকে পিডিএফ বানাতে চান এবং তার জন্য কোন অ্যাপ করছেন তো আপনি প্লে স্টোরে যান এবং image to pdf converter টাইপ করে সার্চ করুন আপনি এখানে অনেক অ্যাপ এ যান তার মধ্যে যেকোনো একটা অ্যাপ ইন্সটল করে সে অ্যাপ থেকে আপনি খুব সহজেই পিডিএফ বানিয়ে ফেলতে পারবেন।

গুগল ড্রাইভ থেকে পিডিএফ কিভাবে বানাবো?

আপনি যদি মোবাইল দিয়ে একটা পিডিএফ বানাতে চান তো আপনি গুগোল ড্রাইভ অ্যাপ এর মাধ্যমে খুব সহজে মোবাইল দিয়ে পিডিএফ বানাতে পারবে। গুগল ড্রাইভ অ্যাপ সমস্ত মোবাইলেই থাকে। এই অ্যাপ থেকে আপনি যে কোন ডকুমেন্ট বা কাগজকে স্ক্যান করে আপনি একটা খুব সুন্দর পিডিএফ বানিয়ে ফেলতে পারবেন।

আপনি গুগল ড্রাইভ অ্যাপ থেকে কিভাবে একটি পিডিএফ বানাবেন সেই পদ্ধতি নিচে ধাপে ধাপে বলা হলো আপনি সেই ধাপগুলো ফলো করে পিডিএফ বানান।

১ম ধাপ :-

Google Drive app টি খুলুন এবং প্লাস চিহ্নে (+) এ ক্লিক করুন তারপর Scan Option এ ক্লিক করুন।

২য় ধাপ :-

স্ক্যান অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলের ক্যামেরা খুলে যাবে। সেই ক্যামেরা দিয়ে আপনি যে ডকুমেন্টের পিডিএফ বানাতে চান সেই ডকুমেন্টটা স্ক্যান করুন এবং টিক(√) চিহ্ন ক্লিক করুন।

৩য় ধাপ :-

স্ক্যান করা হয়ে গেলে ওই ছবি নিচে আপনার প্রতি অনেক রকমের অপশন পাবেন। সেই অপশন গুলো দিয়ে আপনি সেই ছবিটা Edit করুন। 

৪র্থ ধাপ : –

আরও document scan করার জন্য নিচে বাম কোনে দেওয়া প্লাস চিহ্নে ক্লিক করে আরো ছবি স্ক্যান করে add করুন।

৫ম ধাপ : –

তারপর সেভ অপশন এ ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপ : –

তারপর পিডিএফ এর নাম টাইপ করুন এবং পিডিএফটা কোন ফাইলে রাখতে চান সেই ফাইলটি সিলেক্ট করুন এবং নিচে save অপশনে ক্লিক করুন।

তারপর দেখবেন আপনার পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে এবং সেটা আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে। সেই ফাইলটা আপনি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন আবার গুগল ড্রাইভ থেকে সরাসরি শেয়ার করতে পারেন।

এভাবে আপনি আপনার মোবাইলের সাহায্যে গুগল ড্রাইভ থেকে খুব সহজেই একটি পিডিএফ বানাতে পারেন এবং সেটা যে কাউকে শেয়ার করতে পারেন।

PDF কিভাবে পড়বো?

যে কোন পিডিএফ ফাইল মোবাইল বা ল্যাপটপ এ পড়ার জন্য একটা অ্যাপ এর প্রয়োজন হয়। সে app টি প্লে স্টোর বা অন্য কোন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং সেই অ্যাপের মাধ্যমে ওই পিডিএফ টা খুলে পিডিএফ এর মধ্যে থাকা জিনিস পড়তে পারেন।

পিডিএফ পড়ার জন্য সব থেকে একটা ভালো অ্যাপ খোলো PDF Viewer Lite। এই অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।

এই একটার মাধ্যমে আপনি যেকোন পিডিএফ পড়তে পারেন,  পিডিএফ Edit করতে পারে। তাছাড়াও আপনি পিডিএফ বানাতে পারেন, পিডিএফ এ পাসওয়ার্ড লাগাতে পারেন, পিডিএফ compress ও করতে পারেন এবং আরো অনেক রকম কাজ এই অ্যাপ এর মাধ্যম আপনি করতে পারেন।

Read Next
GIF full form in Bengali
Bluetooth Meaning in Bengali
IP address meaning in Bengali
OTT full form in Bengali

উপসংহার

এই Post টি থেকে আপনি জানতে পারলেন পিডিএফ এর পূর্ণ নাম কি, পিডিএফ মানে কি, পিডিএফ কিভাবে বানাবো এছাড়াও পিডিএফ সম্পর্কে নানান রকম তথ্য আপনি এই article থেকে জানতে পারলে। আশা করছি এই পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আপনাকে এই পোস্টটি যদি সত্যিই খুব ভালো লেগে থাকে বা এই লেখা থেকে আপনি কোন সাহায্য পেয়ে তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই এটি শেয়ার করুন। যাতে ওদের ও PDF বানাতে এবং পিডিএফ এর সম্বন্ধে জানতে সুবিধা হয়। এই লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Leave a Comment